শরণার্থীদের জন্য ইউরোপের দরজা খুলে দেয়ার হুশিয়ারি তুরস্কের

শরণার্থীদের জন্য ইউরোপের দরজা খুলে দেয়ার হুশিয়ারি তুরস্কের

শেয়ার করুন

_92655072_mediaitem92655071বিশ্বসংবাদ ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্রুতি রক্ষা না করলে, হাজার হাজার শরণার্থীর জন্য ইউরোপে ঢোকার সীমান্ত পথ খুলে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ইউরোপীয় পার্লামেন্ট তুরস্ককে ইইউ’র সদস্য করার আলোচনা স্থগিত রাখার সুপারিশের একদিন পর, এই হুঁশিয়ারি দেন তিনি।

চলতি বছরের শুরুতে ইইউ’র সঙ্গে তুরস্কের সম্পাদিত চুক্তি অনুযায়ী, সেদেশে আশ্রয় নেয়া বেশ কয়েক লাখ সিরিয় শরণার্থীকে সাহায্যের প্রতিশ্রুতি দেয়া হয়। একইসঙ্গে আশ্বাস দেয়া হয় ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের সদস্য প্রাপ্তির আলোচনার ত্বরান্বিত করারও।

সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে এরদোয়ান বলেছেন, ৩০ থেকে ৩৫ লাখ শরণার্থীর ভরণ-পোষণের দায়িত্ব নিচ্ছেন তারা; অথচ ইইউ তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে চলেছে। অন্যদিকে গত জুলাইতে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত সন্দেহে হাজারো মানুষের বিরুদ্ধে এরদোয়ান যে ব্যবস্থা নিচ্ছেন, ইউরোপীয় পার্লামেন্ট তাকে ‘মাত্রাতিরিক্ত’ বলে বর্ণনা করেছে। একারণে তুরস্ককে সদস্য করার আলোচনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।