রোহিঙ্গা সংকট: জাতিসংঘে ১২ নোবেল জয়ীসহ ২৭ বিশিষ্ট ব্যক্তির চিঠি

রোহিঙ্গা সংকট: জাতিসংঘে ১২ নোবেল জয়ীসহ ২৭ বিশিষ্ট ব্যক্তির চিঠি

শেয়ার করুন

Captureবিশ্বসংবাদ ডেস্ক :

মিয়ানমারের রাখাইনে মানবিক সংকট নিরসনে জরুরি হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে খোলা চিঠি দিয়েছেন ১২ নোবেলজয়ী, সমাজসেবী ও ব্যবসায়ীসহ ২৭ বিশিষ্ট ব্যক্তি।

রোহিঙ্গা সংকট পর্যালোচনায় সভা আহ্বান করায় নিরাপত্তা পরিষদকে ধন্যবাদ জানান তারা। বুধবার দেয়া চিঠিতে বিশিষ্টজনরা বলেন, রাখাইনে মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করছে এবং প্রতিদিনই পরিস্থিতি আরো খারাপ হচ্ছে।

গত বছর নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপের পরও পরিস্থিতির উন্নতি হয়নি জানিয়ে : রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ এবং রাখাইনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান সবাই।

এছাড়া ২০১৬ সালে গঠিত -রাখাইন অ্যাডভাইজরী কমিশন- এবং সবশেষ কফি আনান কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নে মিয়ানমার সরকারকে উদ্বুদ্ধ করতে নিরাপত্তা পরিষদকে জরুরি পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান তারা। একইসঙ্গে কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নে ৭টি সুপারিশও করেছেন ২৭ বিশিষ্ট ব্যক্তি।