যুক্তরাষ্ট্রকে খুব পস্তাতে হবে: উ. কোরিয়া

যুক্তরাষ্ট্রকে খুব পস্তাতে হবে: উ. কোরিয়া

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

নতুন করে  নিষেধাজ্ঞা জারি করায় যুক্তরাষ্ট্রকে খুব পস্তাতে হবে বলে হুঁশিয়ার করলো উত্তর কোরিয়া।

সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাড়া দিয়ে দেশটির বিরুদ্ধে সবশেষ যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তার প্রতিক্রিয়ায় এমন হুঁশিয়ারী উচ্চারণ করলো পিয়ং ইয়ং।

জাতিসংঘে উত্তর কোরীয় রাষ্ট্রদূত হান টায়ে সং জেনেভায় এক বৈঠকে বলেন, তাদের পরবর্তী পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক হবে। যা সম্পর্কে দেশটির কোনো ধারণাই নেই।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার প্রতিক্রিয়ায় বলেছেন, আসলে যা ঘটতে যাচ্ছে তার তুলনায় এই অবরোধ কিছুই নয়। তিনি মনে করেন যে, নিরাপত্তা পরিষদে কোন ইস্যুতে সবার সম্মতি পাওয়াটা অনেক বড় ব্যপার।