রোহিঙ্গা পরিস্থিতির জন্য মিয়ানমার দায়ী: থেরেসা মে

রোহিঙ্গা পরিস্থিতির জন্য মিয়ানমার দায়ী: থেরেসা মে

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

রোহিঙ্গা পরিস্থিতিকে গুরুতর মানবিক বিপর্যয় বলে মন্তব্য করে এ ঘটনার জন্য মিয়ানমার কর্তৃপক্ষকে দায়ী করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। বিশেষ করে দেশটির সেনাবাহিনীকেই পুরো দায়ভার নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

লন্ডনে শীর্ষ ব্যবসায়ীদের উদ্দেশে দেয়া যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতি বিষয়ক এক বক্তৃতায় থেরেসা মে একথা বলেন। রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতাকে মানবিক বিপর্যয়ের চরম দৃষ্টান্ত বলে উল্লেখ করেন মে। এসময় তিনি উত্তর কোরিয়া ও মিয়ানমারের মতো বড় সমস্যা মোকাবেলায় এশীয় দেশগুলোর সঙ্গে আরও গুরুত্বের সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জঘন্য ও অমানবিক নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে যুক্তরাজ্য, জাতিসংঘ ও অন্যান্য দেশের সঙ্গে কাজ করবেন বলে আশ্বাস দেন। রোহিঙ্গাদের জন্য এ পর্যন্ত ৪৭ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।