রোহিঙ্গা নির্যাতন মানবতাবিরোধী অপরাধ: অ্যামনেস্টি

রোহিঙ্গা নির্যাতন মানবতাবিরোধী অপরাধ: অ্যামনেস্টি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনীর নির্যাতন মানবতাবিরোধী অপরাধের শামিল হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দেশটিতে রোহিঙ্গাদের ওপর বেআইনি হত্যাকাণ্ড, বহু ধর্ষণ, পুরো গ্রাম জ্বালিয়ে দেবার মত ঘটনা ঘটাচ্ছে। যা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন।

মিয়ানমার ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে, স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ এবং ভিডিও’র ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে অ্যামনেস্টি। সংস্থাটির দক্ষিণপূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকা বিষয়ক পরিচালক রাফেন্দি ডিজামিন জানান, রোহিঙ্গাদের নির্মূলের উদ্দেশ্যে মিয়ানমারের সেনাবাহিনী পুরুষ, মহিলা, শিশু, পরিবার ও গ্রামে হামলা-নির্যাতন করেছে।

নির্বিচার গ্রেপ্তারের পর কারাগারগুলোতে তারা নির্মম নির্যাতনের শিকার হচ্ছেন এমন নজিরও পাওয়া গেছে। এই ইস্যুতে অং সান সুচি তার রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।