নতুন ইতহাস রচনায় ব্যর্থ পাকিস্তান

নতুন ইতহাস রচনায় ব্যর্থ পাকিস্তান

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

নতুন ইতিহাস রচনা করতে পারলো না পাকিস্তান। ব্রিসবেনে ৪৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত মিসবাহ উল হকের দল থামে ৪৫০ রানে। ৩৯ রানের জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।

৪৯০ রানের বিশাল টার্গেটে শেষ দিনে পাকিস্তানের দরকার ছিলো ১০৮ রান। আর অস্ট্রেলিয়ার ২ উইকেট। এমন সমীকরনে দিনের শুরুটা ভালোই করেন আগের দিনের সেঞ্চুরিয়ান আসাদ শফিক ও ইয়াসির শাহ। স্কোরবোর্ডে ৫৯ রান যোগ করে রোমাঞ্চকর ম্যাচের আভাস দিচ্ছিলো তারা দুজন।

৭১ রানের জুটি গড়ে ১৩৭ রানে ফেরেন আসাদ শফিক মিচেল স্টার্কের শিকার হয়ে। এরপর ৩৩ রান করা ইয়াসির শাহ রান আউটের শিকার হলে ভাঙ্গে পাকিস্তানের ম্যাচ জয়ের স্বপ্ন।

এই ম্যাচটি জিতলে ২১ বছল পর অস্ট্রেলিয়ার মাটিতে কোন টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেতো পাকিস্তান। সে সাথে হতো সর্বোচ্চ রান তারা করে ম্যাচ জয়ের রেকর্ড। এরআগে, ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তারা করে ম্যাচ জিতেছিলেঅ ওয়েস্ট ইন্ডিজ।