রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠকে বসতে জাতিসংঘের প্রতি যুক্তরাজ্যের আহবান

রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠকে বসতে জাতিসংঘের প্রতি যুক্তরাজ্যের আহবান

শেয়ার করুন

full_1935384583_1452147123
বিশ্বসংবাদ ডেস্ক :

মিয়ানমারে রোহিংগাদের ওপর সরকারী বাহিনীর অভিযানে ব্যাপক হতাহতের ঘটনা পর্যালোচনা করে দ্রুত বৈঠকে বসতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাজ্য।

এক টুইট বার্তায় জাতিসংঘে নিযুক্ত বৃটেনের দূত ম্যাথ্যু রিক্রফট বলেন, মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাজ্য। রাখাইন ইস্যুটিকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত বৈঠকটি হবার কথা রয়েছে। এর আগে সোমবার মানবিক ত্রাণ সরবরাকারী প্রতিষ্ঠানগুলোকে মিয়ানমারে প্রবেশাধিকার দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেস। দেশটির রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে বেসামরিক নাগরিক হত্যার ব্যাপারে গভির উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।