উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সব কিছুই বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সব কিছুই বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে, পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য সব কিছুই বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী একটি এলাকা থেকে পূর্বদিক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশ অতিক্রম করে উত্তর প্রশান্ত মহাসাগরে পড়ে। এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়া এই ঘটনার মধ্য দিয়ে যে বার্তা দিতে চেয়েছে তা স্পষ্ট।

উত্তর কোরিয়া দেশটির প্রতিবেশী ও জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে অবজ্ঞার ইঙ্গিত দিয়েছে, যা আন্তর্জাতিক আচরণের ক্ষেত্রে ন্যূনতম মাত্রাও গ্রহণযোগ্য নয়, বলে উল্লেখ করেন ট্রাম্প। ট্রাম্প আরও বলেন, হুমকি ও অস্থিতিশীল কর্মকাণ্ড, উত্তর কোরিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেবে। বিষয়টি নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্প কথা বলেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।