রোহিঙ্গাদের সহায়তায় ৪৮ কোটি ডলার অনুদান দেবে বিশ্ব ব্যাংক

রোহিঙ্গাদের সহায়তায় ৪৮ কোটি ডলার অনুদান দেবে বিশ্ব ব্যাংক

শেয়ার করুন

h6jo7df7বিশ্বসংবাদ ডেস্ক :

রোহিঙ্গাদের জন্য ৪৮ কোটি ডলার  অনুদান  দেবে  বিশ্ব ব্যাংক। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, পয়ঃনিষ্কাশন, নিরাপদ পানি ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে বাংলাদেশকে এই ৪৮ কোটি ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের পরিচালনা পর্ষদ এই সহায়তার প্রথম কিস্তিতে ৫ কোটি ডলার ছাড়ের অনুমোদন দিয়েছে, যা বাংলাদেশে চলমান বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে ব্যয় করা হবে।  কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা বিভাগের সঙ্গে যৌথভাবে রোহিঙ্গাদের জন্য এই সাহায্য দিচ্ছে বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা সংস্থা-আইডিএ।

এদিকে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে, তাদের দুর্দশার কথা তাদের মুখ থেকে শুনতে দুই দিনের সফরে ১ জুলাই বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।