রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের চেষ্টা চলছে: জাতিসংঘ

রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের চেষ্টা চলছে: জাতিসংঘ

শেয়ার করুন

sesssion-arrives-council-commissioner-rights-geneva-rights_572b20dc-96dd-11e7-baba-4acd69b87684বিশ্বসংবাদ ডেস্ক :

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের চেষ্টা চলছে বলে মনে করে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যাইদ বিন রাআদ আল হুসাইন সোমবা এক বিবৃতিতে বলেন, মায়নামার সেনাবাহিনী রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের চেষ্টা করছে।।

সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় সোমবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে দেওয়া বক্তব্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নৃশংস সেনা অভিযানের তীব্র নিন্দা জানান।
_97753212_arrivereuআরাকানে সেনাবাহিনীর অভিযানকে ‘স্পষ্টতই বাড়াবাড়ি’ আখ্যা দিয়ে যাইদ বলেন, “নিরাপত্তা বাহিনীর সদস্য ও স্থানীয় আধাসামরিক বাহিনী রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, সেখানে নিয়মিতভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। এমনকি পলাতক বেসামরিক মানুষদের গুলি করা হচ্ছে- এরকম অনেক তথ্য ও স্যাটেলাইটের ছবি আমাদের কাছে রয়েছে।

এই পরিস্থিতিকে জাতিগোষ্ঠী নিপীড়নের একটি ধ্রুপদী উদাহরণ বলেই মনে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

মিয়ানমারের সরকারকে চলমান নৃশংস সামরিক অভিযান বন্ধ করার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর জন্য জবাবদিহি করার আহ্বান জানান জাতিসংঘ দূত।