রোহিঙ্গাদের ওপর আরও তাণ্ডব চালাবে মিয়ানমার: এইচআরডব্লিউ

রোহিঙ্গাদের ওপর আরও তাণ্ডব চালাবে মিয়ানমার: এইচআরডব্লিউ

শেয়ার করুন

army_8নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গা মুসলমিদের ওপর মিয়ানমার আরও তাণ্ডব চালাবে বলে আশঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

সংস্থাটি জানায়, ‘মংডু শহরের নতুন কিছু এলাকা মিয়ানমার সেনাবাহিনীর তাণ্ডবের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর আগে আরেক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রোহিঙ্গাদের বাড়িতে আগুন দেয়ার স্যাটেলাইট ছবি প্রকাশ করে। ওই ছবি প্রকাশের পরই এ বিবৃতি দিলো এইচআরডব্লিউ।

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করার পর মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনযজ্ঞের প্রধান কাজ হয়ে উঠেছে নির্বিচারে অগ্নিসংযোগ। সংস্থাটির এশিয়া অঞ্চলের উপ-পরিচালক ফিল রবার্টসন বলেন, স্যাটেলাইটের ছবি আর তাদের মাঠ পর্যায়ের সমীক্ষা একই রকম কথা বলছে। নির্বিচারে  রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার ঘটনায় মিয়ানমারের সেনাবাহিনীকে সরাসরি দায়ী করে সংস্থাটি।