রোববার থেকে রাস্তায় গাড়ি চালাবেন সৌদি নারীরা

রোববার থেকে রাস্তায় গাড়ি চালাবেন সৌদি নারীরা

শেয়ার করুন

1529746327686
বিশ্বসংবাদ ডেস্ক :

পূর্ব ঘোষণা মতে, আগামীকাল রোববার থেকে প্রথমবারের মতো প্রকাশ্যে গাড়ি চালাবেন সৌদি আরবের নারীরা।

বার্তাসংস্থা এএফপি’র প্রতিবেদনে নারীদের গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরইমধ্যে দেশটির ট্রাফিক আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক ডিক্রিতে, নারীদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি জুন মাসে নারীদের ড্রাইভিং লাইসেন্স দিতে শুরু করে সৌদি কর্তৃপক্ষ। এরপর আগ্রহী অনেক নারীকে গাড়ি চালানোর বিষয়ে প্রশিক্ষণও দেয় সৌদি সরকার। এমনকি ২১ জুন থেকে তিন দিনের প্রচারণামূলক কমূসূচি নেয় সরকার।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষ রোববার আসছে সেই কাঙ্খিত দিন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর, হাজারো নারী গাড়ির স্টেয়ারিং হাতে রাস্তায় নামবেন বলে ধারণা করা হচ্ছে।