রুশ রাষ্ট্রদূত কারলভের মরদেহ মস্কোয়

রুশ রাষ্ট্রদূত কারলভের মরদেহ মস্কোয়

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

আততায়ীর গুলিতে নিহত তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভের মরদেহ মস্কো পৌঁছেছে।

কারলভের মৃতদেহ বহনকারী কফিনকে একটি বিশেষ বিমানে করে মঙ্গলবার রাতে মস্কো নিয়ে যাওয়া হয়েছে। এর আগে রাশিয়ায় নেয়ার উদ্দেশ্যে মঙ্গলবার বিকেলে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দরে কারলভের মরদেহ পৌছলে, প্রয়াত কূটনীতিকের প্রতি বিশেষ সম্মান জানানো হয়।

ছয় তুর্কি সেনার গার্ড অব অনার প্রদানের পর, কফিনটিকে বিমানে তুলে নেয়া হয়। মঙ্গলবার আন্দ্রেই কারলভকে শেষ বিদায় জানাতে, ছোট্ট একটি আনুষ্ঠানিক আয়োজনে হাজির ছিলেন তুরস্কের উপ-প্রধানমন্ত্রী তুগরুল তুর্কস-সহ শীর্ষ কূটনীতিকরা। সেখানে কারলভকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক বলে অভিহিত করা হয়। এছাড়া শেষ বিদায় জানাতে রুশ পাদ্রীদের উপস্থিতিতে প্রার্থনাসভারও আয়োজন করা হয়।

সোমবার সন্ধ্যায় তুরস্কের একটি আর্ট গ্যালারি পরিদর্শনের সময় দেশটির দাঙ্গা পুলিশে কর্মরত এক সদস্যের গুলিতে নিহত হন কারলভ। সিরিয়ার সংঘাতে রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে ২২ বছর বয়সী ওই ব্যক্তি, কারলভকে গুলি করতে পারে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করতে রাশিয়া ও তুরস্ক যৌথভাবে তদন্ত করবে। এ লক্ষ্যে রুশ তদন্তকারীরা তুরস্কে পৌঁছেছেন।