রাহামিকে চিকিৎসা ও আইনী সহায়তা দেয়ায় ক্ষুব্ধ ট্রাম্প

রাহামিকে চিকিৎসা ও আইনী সহায়তা দেয়ায় ক্ষুব্ধ ট্রাম্প

শেয়ার করুন

gettyimages-608054360বিশ্ব সংবাদ ডেস্ক:

নিউ ইয়র্কে হামলার ঘটনায় আটক আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক আহমাদ খান রাহামির চিকিৎসা ও আইনী সহায়তা দেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, রাহামির বিরুদ্ধে হত্যা চেষ্টার ৫টি অভিযোগ আনা হয়েছে। কয়েক মাস আগে তিনি পাকিস্তান ও আফগানিস্তান সফর করেছিলেন। তবে কখনো পুলিশের নজরদারিতে ছিলেন না।

সোমবার ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, এসব তার সাংবিধানিক অধিকার হলেও, একজন সন্ত্রাসীকে কোনো ভাবেই সহায়তা দেয়া উচিত হবে না। নিউ ইয়র্ক কর্তৃপক্ষের সমালোচনা করে ট্রাম্প বলেন, এতবড় সন্ত্রাসী কর্মকাণ্ডের পরও তাকে হাসপাতালে নেয়া হবে।

এমনকি তার জন্য আইনজীবীও নিযুক্ত করা হবে। এটা মার্কিনিদের জন্য অত্যন্ত পরিতাপের বিষয়। একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থার দুর্বলতা নিয়েও প্রশ্ন তোলেন নিউ ইয়র্কের এই ব্যবসায়ী।