রাজনৈতিক কারণেই আটকে আছে রোহিঙ্গা প্রত্যাবর্তন: রেডক্রস প্রধান

রাজনৈতিক কারণেই আটকে আছে রোহিঙ্গা প্রত্যাবর্তন: রেডক্রস প্রধান

শেয়ার করুন

ICRC-President-Peter-Maurerনিজস্ব প্রতিবেদক :

রাজনৈতিক কারণেই আটকে আছে রোহিঙ্গা প্রত্যাবর্তন। অন্যদিকে রোহিঙ্গাদের ফেরানোর মতো পরিবেশ তৈরিই হয়নি মিয়ানমারে। এমনকি রাখাইনের তিন চতুর্থাংশ এখনও ধ্বংসস্তূপ। মিয়ানমার ঘুরে এসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন আন্তর্জাতিক রেডক্রস কমিটি- আইসিআরসি এর প্রধান পিটার মাউরা।

রোহিঙ্গাদের ফেরাতে সবচেয়ে বড় বাধা কি? এ প্রশ্নের উত্তরে আন্তর্জাতিক রেডক্রসের প্রধান বলছেন, বিষয়টি রাজনৈতিক। যারা এই ঘটনায় দায়বদ্ধ, তাঁদেরকেই  এর সমাধান করতে হবে।

সম্প্রতি বাংলাদেশ এবং মিয়ানমার ঘুরে দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন পিটার মাউরা। তিনি বলছেন, রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে মিয়ানমারের শীর্ষ নেতৃত্বের মনোভাব এখন অনেকটা ইতিবাচক।

তবে, মনোভাব ইতিবাচক বললেও, পিটার মাউরা জানাচ্ছেন, রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে মোটেও প্রস্তুত নয় মিয়ানমার।

এর পক্ষে আশংকাজনক একটি তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক রেডক্রসের প্রধান। তিনি বলছেন মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গা অধ্যুষ্যিত অঞ্চলের তিন চতুর্থাংশ অবকাঠামাোই ধ্বংস করে ফেলেছে।