মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক গ্রেপ্তার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক গ্রেপ্তার

শেয়ার করুন

_102309065_hi047901782বিশ্বসংবাদ ডেস্ক :

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

ওয়ান এমডিবি নামের একটি রাষ্ট্রীয় সংগঠন থেকে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় তদন্তের জন্য মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। নাজিবের পারিবারিক আইনজীবী জানান, এই মামলায় আগামীকাল বুধবার তার বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।

এবারের নির্বাচনে মাহাথির মোহাম্মদরে কাছে শোচনীয় পরাজয়ের পেছনে ছিল নাজিবের এই ওয়ান এমডিবি দুর্নীতি। মাহাথিরের নেতৃত্বে সরকার গঠনের পরই নাজিবের দুর্নীতি অনুসন্ধান শুরু হয়। শেষ পর্যন্ত এর জেরেই তাকে গ্রেপ্তার করা হলো।

২০০৯ সালে মালয়েশিয়ায় নতুন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ওয়ান মালয়েশিয়া ডেপেলপমেন্ট বারহাদ বা ওয়ান এমডিবি তহবিলটি গঠন করা হয়। যেখান থেকে প্রায় ৪শ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে নাজিবের বিরুদ্ধে।

এর আগে, নাজিবের নাতি ও হলিউডের প্রডিউসার রিজা আজিজকে জিজ্ঞাসাবাদ করেছে মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থা। তার বিরুদ্ধে অভিযোগ, ওয়ান এমডিবি সংস্থা থেকে পাচার করা অর্থ তিনি তার রেড গ্রানাইট কোম্পানিতে ব্যবহার করেছেন।