যুক্তরাষ্ট্রে বেকার ভাতার আবেদন উল্লেখযোগ্য হারে কমেছে

যুক্তরাষ্ট্রে বেকার ভাতার আবেদন উল্লেখযোগ্য হারে কমেছে

শেয়ার করুন

unemployment-taxed-hp-origবিশ্ব সংবাদ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে বেকার ভাতার আবেদন উল্লেখযোগ্য হারে কমেছে। মার্কিন শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত সপ্তাহের হিসাব অনুযায়ী, বেকার ভাতার প্রাথমিক আবেদনপত্র জমা দিয়েছেন ২ লাখ ৪৯ হাজার জন। যা ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন। সংশোধিত হিসাবে আবেদনকারীর সংখ্যা কমেছে ৫ হাজার। চলতি বছরের এপ্রিলে প্রথমবারের জন্য বেকার ভাতার আবেদনের সংখ্যা ১৯৭৩ সালের পর সর্বনিম্ন ছিল।

এবারের হিসাবে আবেদনকারীর সংখ্যা গত এপ্রিলের চেয়েও কমেছে। এ নিয়ে টানা ৮৩ সপ্তাহ বেকার ভাতার দাবির সংখ্যা ৩ লাখের নিচে রইল। বিষয়টিকে মার্কিন শ্রমবাজারের শক্তিশালী অবস্থার লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হয়েছে। তবে এ হার এখনো শ্রমবাজারে আগত নতুনদের সুযোগ করে দেয়ার জন্য ন্যূনতম সীমার উপরেই রয়েছে।