যুক্তরাষ্ট্রের গুয়াম ঘাঁটিতে হামলার হুমকি উ. কোরিয়া

যুক্তরাষ্ট্রের গুয়াম ঘাঁটিতে হামলার হুমকি উ. কোরিয়া

শেয়ার করুন

48546বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের গুয়াম ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে উত্তর কোরিয়া। বিবিসি অনলাইলে এ খবর প্রকাশ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে কড়া ভাষায় হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় পিয়ংইয়ংয়ের কাছ থেকে পাল্টা হুমকি এল।

সামরিক বিবৃতির বরাত দিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে, গুয়াম লক্ষ্য করে মাঝারি থেকে দূরপাল্লার রকেট হামলা চালানোর একটি পরিকল্পনা বিবেচনা করছে পিয়ংইয়ং।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে মার্কিন বিমানবাহিনীর অ্যান্ডারসেন বিমানঘাঁটি রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বিমানঘাঁটি। ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে সম্প্রতি উত্তর কোরিয়ার ওপর নতুন অবরোধ আরোপ অনুমোদন দেয় জাতিসংঘ। এই অবরোধকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে দাবি করছে উত্তর কোরিয়া। একই সঙ্গে অবরোধের পাল্টা জবাব দেওয়ারও ঘোষণা দেয় দেশটি।