নওয়াজ শরীফকে দলীয় প্রধান পদ থেকে সরানোর নির্দেশ

নওয়াজ শরীফকে দলীয় প্রধান পদ থেকে সরানোর নির্দেশ

শেয়ার করুন

20170730034718বিশ্বসংবাদ ডেস্ক :

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দলের প্রধানের পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছেন পাকিস্তানের নির্বাচন কমিশন।

মঙ্গলবার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ-এর কাছে এ সংক্রান্ত নোটিশ পাঠিয়েছে কমিশন। নোটিশে বলা হয়, পলিটিক্যাল পার্টিস অর্ডার-২০০২ অনুসারে অযোগ্য ঘোষিত কোনো এমপি দলের প্রধানের পদে থাকতে পারেন না।

নোটিশে দলীয় গঠণতন্ত্রের ১৫তম অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলা হয়, দলের প্রেসিডেন্টের পদ যদি শূণ্য হয় তাহলে এক সপ্তাহের মধ্যে সেই পদে অন্য কাউকে নিয়োগ দিয়ে পূরণ করতে হয়। নোটিশে নতুন নেতা নির্বাচিত করে নির্বাচন কমিশনকে অবহিত করতে বলা হয়েছে। নোটিশের পরই জরুরি বৈঠকে বসেন জ্যেষ্ঠ নেতারা। মেয়ে মরিয়ম কিংবা স্ত্রী কুলসুমের সম্ভাবনার কথাই উঠে আসছে। এদিকে দলের একটি সূত্র জানিয়েছে, শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী করা হচ্ছে না। তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদেই বহাল থাকবেন। আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তীকালীণ প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসিই দায়িত্ব পালন করবেন।