যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া নার্সের বিরুদ্ধে আরো ৮৪ হত্যার অভিযোগ

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া নার্সের বিরুদ্ধে আরো ৮৪ হত্যার অভিযোগ

শেয়ার করুন

_97570609_afpgermannurseবিশ্বসংবাদ ডেস্ক :

জার্মানিতে দুই রোগীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক নার্সকে আরো কমপক্ষে ৮৪টি হত্যাকাণ্ডের অভিযোগে সন্দেহ করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে সেদেশের পুলিশ।

নিয়েলস এইচ নামে পরিচয় দেওয়া ওই নার্স ২০০৬ ও ২০১৫ সালে দুটি হত্যার জন্য দোষী সাব্যস্ত হন। তার বিরুদ্ধে প্রাণনাশক ওষুধ প্রয়োগের অভিযোগ আনা হয়। নার্স নিয়েলসের অন্যান্য কর্মস্থলেও এ পর্যন্ত মারা যাওয়া রোগীদের আত্মীয়-স্বজনেরা অধিকতর তদন্তের অনুরোধ করেন।

নিয়েলস যে হাসপাতালগুলোতে কাজ করেছেন, সেখানে হৃৎযন্ত্রের ক্রিয়া এবং রক্ত চলাচল বন্ধ হয়ে অস্বাভাবিক হারে রোগীদের মৃত্যু হয়েছিল। এরকম প্রায় ১৩৪টি রোগীর মৃতদেহ সনাক্ত করা হয়েছে, যেগুলোতে ওই প্রাণনাশক ওষুধ ব্যবহার করা হয়। তার অপরাধের মাত্রা অনুসন্ধানে ২০১৪ সালে একটি কমিশন গঠন করা হয়েছিল, যা তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির সবচেয়ে কুখ্যাত খুনি হিসেবে পরিচিতি দেয়।