যান্ত্রিক ত্রুটি আর পাইলটের ভুলে ভূপাতিত হয়েছে রুশ বিমান

যান্ত্রিক ত্রুটি আর পাইলটের ভুলে ভূপাতিত হয়েছে রুশ বিমান

শেয়ার করুন

_93145556_037009482-1
বিশ্বসংবাদ ডেস্ক :

যান্ত্রিক ত্রুটি অথবা পাইলটের ভুলকে বিমান ভূপাতিত হওয়ার সম্ভাব্য কারণ হিসেবে দেখছে রুশ কর্তৃপক্ষ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে তদন্ত শুরু হয়েছে। নিহতদের সন্ধানে কৃষ্ণ সাগরের বিস্তৃত এলাকাজুড়ে দিন রাত ৩ টি শিফটে সাড়ে ৪ মাইল এলাকাজুড়ে তল্লাশি অভিযান চলছে। এক মিনিটের জন্যেও তা  বন্ধ হয়নি।

এপর্যন্ত ১১টি মরদেহ এবং বিমানের দেড় শতাধিক টুকরো অংশ উদ্ধার করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সামরিক বিমানে করে ১০টি মরদেহ মস্কোতে পাঠানো হয়েছে।

শনিবার ভোরের দিকে ৯২ জন আরোহী নিয়ে রাশিয়া থেকে সিরিয়ার লাটাকিয়ায় রুশ সামরিক ঘাঁটিতে যাওয়ার পথে, টিইউ-১৫৪ বিমানটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়। বিমানে রুশ সামরিক বাহিনীর সংগীতদলের ৬৪ জন সদস্য ছিলেন। লাটাকিয়ায় রাশিয়ান সেনাদের জন্য একটি কনসার্ট অনুষ্ঠানের কথা ছিল।