মোহাম্মদ মুরসির যাবজ্জীবন সাজা বাতিল

মোহাম্মদ মুরসির যাবজ্জীবন সাজা বাতিল

শেয়ার করুন

_92602031_mediaitem92602027

বিশ্বসংবাদ ডেস্ক :

মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে নিম্ন আদালতে দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায় বাতিল করে দিয়েছেন দেশটির উচ্চ আদালত।

রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করার অভিযোগে, গত বছর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন মিশরের নিম্ন আদালত। এছাড়া, গত সপ্তাহে তার বিরুদ্ধে দেয়া নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায়ও বাতিল করে দেয় দেশটির উচ্চ আদালত।

২০১১ সাল সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে বিক্ষোভের সময় জেল ভাঙ্গার অভিযোগে মুরসির বিরুদ্ধে ওই রায় দেয়া হয়েছিল। গত বছরের আগস্টে নিম্ন আদালতে খারিজ হওয়ার পর, মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। কয়েক মাস শুনানির পর, মঙ্গলবার বাতিলের ওই আদেশ দেন মিশরের উচ্চ আদালত।

২০১২ সালে মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে ক্ষমতায় বসেন মুরসি। তবে এক বছরের মাথায় সেনাবাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত হন তিনি।