মেসেডোনিয়া নির্বাচনে রক্ষণশীল পার্টি এগিয়ে

মেসেডোনিয়া নির্বাচনে রক্ষণশীল পার্টি এগিয়ে

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

মেসেডোনিয়ার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন রক্ষণশীল পার্টি এগিয়ে রয়েছে।

তবে এখনো পর্যন্ত ভোট গণনা চলছে। রোববার দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। রক্ষণশীল ভিএমআরও দল পেয়েছে ৩৯ শতাংশ এবং সোস্যাল ডেমক্রেটসরা পেয়েছে ৩৬ শতাংশ ভোট। উভয় দলের কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে নিজেদের জয়ী বলে দাবি করছে।

রাজনৈতিক স্থবিরতা অবসানে দুই বছর আগে পশ্চিমাদের উদ্যোগে হওয়া চুক্তির অংশ হিসেবে এই নির্বাচন অনুষ্ঠিত হল। দেশটির প্রধানমন্ত্রী নিকোলা গ্রুয়েস্কির দলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ব্লাটকো গরচেবও নিজেদের জয়ী বলে দাবি করেছে।