মেক্সিকোয় ট্রাম্প বিরোধী বিক্ষোভ প্রতিবাদ

মেক্সিকোয় ট্রাম্প বিরোধী বিক্ষোভ প্রতিবাদ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি এবং সীমান্তে দেয়াল তোলার সিদ্ধান্তের প্রতিবাদে মেক্সিকোয় অন্তত ২০ হাজার মানুষ বিক্ষোভ-প্রতিবাদ করেছে। রোববার দেশটির রাজধানী মেক্সিকো সিটিসহ অন্তত ২০টি শহরে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। প্রতিবাদে মেক্সিকানরা

তাদের জাতীয় পতাকার আদলে সাদা ও সবুজ রংয়ের জামা পড়ে বিক্ষোভে অংশ নেয়। তারা শহরের প্রধান কেন্দ্র থেকে প্রতিবাদ মিছিল করেন। এ সময় ট্রাম্প বিরোধী স্লোগান দেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মেক্সিকোয় এই প্রথম বড় কোনো সমাবেশ অনুষ্ঠিত হলো।

বিক্ষোভে সাধারণ মানুষের দাবি ছিল, সীমান্তে দেয়াল তোলার যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছেন সেই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। এছাড়া যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে অবস্থান করা কাগজপত্রবিহীন মেক্সিকান অভিবাসীদের বসবাসের সুযোগ দিতে হবে।

বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং নাগরিক সংগঠন এই প্রতিবাদে সমর্থন দিয়েছে।