মেক্সিকোর আতশবাজির বাজারে বিষ্ফোরণ, নিহত ২৯

মেক্সিকোর আতশবাজির বাজারে বিষ্ফোরণ, নিহত ২৯

শেয়ার করুন

636178686194439560-ap-mexico-fire-explosionবিশ্ব সংবাদ ডেস্ক:

মেক্সিকোতে একটি আতশবাজির বাজারে বিস্ফোরণে অন্তত ২৯ জন নিহত হয়েছে। আহত আরও ৭০ জন। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা, আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং দোষিদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার ঘোষনা দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো।

আতশবাজির আলোকছটা দেখে কোন উৎসব উদযাপনের কথা মনে হতে পারে। কিন্তু এটি উৎসব নয় দূর্ঘটনা। আতশবাজির বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ২৯ জন হতভাগ্য মেক্সিকান।

ঘটনাটি মেক্সিকো সিটি থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে তুলতেপেক শহরতলীর স্যান পাবলিতোর একটি আতশবাজির বাজারের। মঙ্গলবার বিকেলে বড়দিনের কেনাকাটায় সবাই যখন ব্যস্ত, ঠিক এমনই একটি সুন্দর বিকেল বিভিষিকায় পরিনত হলো এ বাজারে আসা মানুষের কাছে। হঠাৎ বিষ্ফোরণ। মূহুর্তে ছড়িয়ে পড়লো আগুন। চারিদিকে ছিন্নভিন্ন মৃতদেহ, মানুষের আর্ত চিৎকার। যেনো নরক নেমে এলো শহর জুড়ে।

636178686201927608-afp-afp-jb1odছুটে এলো পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স। আকাশে হেলিকপ্টারের টহল। ততক্ষণে ঝরে গেছে ২৯ টি প্রাণ। ৯০ শতাংশ পুড়ে অন্তত ১৩ টি শিশুর দেহ। পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থার অভাবেই এ দূর্ঘটনা ঘটেছে। এমনটিই জানালেন তুলতেপেকের জরুরী ব্যাবস্থা প্রধান ইসিদ্রো সানচেজ।

সানচেজ বলছিলেন, প্রায় ৩০০ টন আতশবাজি একসঙ্গে বিষ্ফোরিত হয়েছে। এসে সম্পূর্ন ধ্বংস হয়ে গেছে বাজারের তিন শতাধিক দোকান। ঘটনার পরপরই গভীর শোক ও সমবেদনা জানিয়ে টিুইট করেছেন দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। ২০০৫ সালে স্বাধীনতা দিবস উদযাপনের আগে এই বাজারেই ঘটেছিল ভয়াবহ বিষ্ফোরণ। হতাহত হন বহু মানুষ।