মৃত্যুদণ্ড বিলুপ্ত করল কাজাখস্তান

মৃত্যুদণ্ড বিলুপ্ত করল কাজাখস্তান

শেয়ার করুন

Kazakhstan
মৃত্যুদণ্ড বিলুপ্ত করে আইন পাশ করেছে কাজাখস্তান। প্রায় দুই দশক মৃত্যুদণ্ডের আইন স্থগিত রাখার পর শনিবার (২ জানুয়ারি) এটি বাতিল করার বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট কাসিম জোমারত তোকায়েভ।

ইন্টারন্যাশনাল কভেনান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের দ্বিতীয় অপশনাল প্রটোকল পার্লামেন্ট অনুসমর্থন করার পর প্রেসিডেন্ট আইনটিতে স্বাক্ষর করেন।
একনায়ক শাসিত কাজাখস্তানে ২০০৩ সাল থেকে মৃত্যুদণ্ড স্থগিত রয়েছে। কিন্তু আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়ে আসছিল। নতুন আইনের ফলে এখন থেকে আর মৃত্যুদণ্ড দেয়া হবে না।