মুসলিম ভ্রমণ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশের বিরুদ্ধে ট্রাম্পের আপিল

মুসলিম ভ্রমণ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশের বিরুদ্ধে ট্রাম্পের আপিল

শেয়ার করুন

_93966262_0f9c3bc8-88d3-40f1-b623-34112c9af290

বিশ্বসংবাদ ডেস্ক :

বিশ্বের ৭ টি মুসলীম দেশের নাগরিকদের ভিসা বন্ধের নির্বাহী আদেশের উপর আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে এবার আপিল করেছে ট্রাম্প প্রশাসন।

বিবিসি জানায়: ট্রাম্পের মুসলীম ভ্রমণ নিষেধাজ্ঞার উপর ওয়াশিংটনের ফেডারেল জজের নেয়া সিদ্ধান্ত বাতিল করার জন্য এই আবেদন করা হয়। শনিবার করা এক টুইট বার্তায় ট্রাম্প লেখেন, ‘তথাকথিত বিচারকের’ মন্তব্য এটি। কিন্তু আমি এই নির্বাহী আদেশ প্রতিষ্ঠিত করবই। ট্রাম্প বলেন, মুসলমানদের লক্ষ্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি বরং দেশের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে ট্রাম্প ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের ওপর ১২০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন। শুধু তাই নয়, এসব দেশের প্রায় ৬০ হাজার ভিসা বাতিল করে দেয় যুক্তরাষ্ট্র সরকার। এদিকে এই নিষেধাজ্ঞার পর থেকে যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যেসহ বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে।