জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরান

জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরান

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে ইরান। দেশটির ওপর ট্রাম্প প্রশাসনের নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর এভাবেই জবাব দিলো তেহরান।

রোববার বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানি রেভলিউশনারি গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ এই হুঁশিয়ারি দেন।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ইরানের বিরুদ্ধে এক নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে ইরানের ১৩ নাগরিক ও ১২টিরও বেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। নিষেধাজ্ঞার এই তালিকায় রয়েছে ইরানের রিপাবলিক গার্ডের সদস্যরাও। শনিবার সেমনান প্রদেশে রেভলিউশনারি গার্ডের সামরিক মহড়া চলাকালে ব্রিগেডিয়ার হাজিজদেহ্ বলেন, তারা দেশের নিরাপত্তার জন্য দিন-রাত কাজ করছেন। শত্রুপক্ষের সামান্যতম ভুল পদক্ষেপ দেখলেই তাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইরান।