মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩

শেয়ার করুন

বিশ্বসংবাদ প্রতিনিধি:

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২ শ প্যাগোডা। ভূমিকম্পে মিয়ানমারের প্রাচীন বাগান শহরে বেশ কিছু বৌদ্ধ মন্দিরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

01-italy-earthquake.ngsversion.1472058010524.adapt.768.1বুধবার বিকেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি মিয়ানমার ছাড়াও বাংলাদেশ, থাইল্যান্ডসহ ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে অনুভূত হয়।

দেশটির প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের একজন মুখপাত্র জানান, দেশটির বাগান শহরের অন্তত ৬৬টি বৌদ্ধ মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাচীন বৌদ্ধ স্থাপত্যে সমৃদ্ধ শহরটি পর্যটকদের কাছে জনপ্রিয়। সেখানকার মন্দিরগুলো দশম থেকে চতুর্দশ শতাব্দীর মধ্যে নির্মাণ করা হয়েছিল।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ৮৪ কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মিয়ানমারের চক থেকে ২৫ কিলোমিটার পশ্চিমে।

এছাড়া ভারতের বিহার, আসাম, পশ্চিমবঙ্গ, ছত্রিশগড়, রাঁচিসহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হলেও কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।