মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

রোহিঙ্গাবিশ্বসংবাদ ডেস্ক :

মিয়ানমারের সংখ্যালঘু রোহিংগাদের ওপর নির্যাতন ও দেশত্যাগে বাধ্য করার ঘটনায় অবরোধসহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে সোমবার এ কথা জানানো হয়।

খুন, ধর্ষন ও বাড়ি ঘরে অগ্নি সংযোগসহ মিয়ানমারের রাখাইন রাজ্যে যা ঘটছে সে ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে। বলা হয়, রাষ্ট্র বিরোধী সহিংসতায় জড়িত যে কোন ব্যক্তি বা সংগঠন এই নিধেধাজ্ঞার আওতায় পড়বে।

মিয়ানমারের সেনাবাহিনীর হামলায় গত আগস্ট থেকে উল্লেখযোগ্য সংখ্যক রোহিংগা মুসলিম দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে বিবৃতিতে উল্রেখ করা হয়। সেখানে হত্যা, ধর্ষন ও অগ্নিসংযোগের জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে দায়ি করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বুধবার বলেন, দেশটিতে এই অস্থিরতার দায়ভার সে দেশের সামরিক নেতাদেরকেই নিতে হবে।