মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩৬

মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩৬

শেয়ার করুন

_97301480_a8d36886-7e76-4813-adef-06a2cc6c3da9বিশ্বসংবাদ ডেস্ক :

মিশরের আলেক্সান্দ্রিয়া শহরে যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে ৩৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১২০ জনেরও বেশি মানুষ।

স্থানীয়রা জানান, রাজধানী কায়রো থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে পোর্ট সাইদ থেকে আসা বিপরতীমুখী আরেকটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথমে ২১ জনের কথা বললেও পরে ৩৬ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মিশরের যোগাযোগমন্ত্রী জরুরি ভিত্তিতে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে ২০১৩ সালে ট্রেনের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে বহু মানুষ নিহত হয়। মিশরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে ২০০২ সালে। কায়রোর কাছে ওই ঘটনায় পুরো ট্রেনে আগুন ধরে গেলে অন্তত ৩৭০ জনের মৃত্যু হয়।