বগুড়া-রংপুর মহসড়কের করতোয়া নদীর ব্রিজে ভয়াবহ ফাটল

বগুড়া-রংপুর মহসড়কের করতোয়া নদীর ব্রিজে ভয়াবহ ফাটল

শেয়ার করুন

1491408260Dনিজস্ব প্রতিবেদক :

বগুড়া-রংপুর মহসড়কের মহাস্থানে করতোয়া নদীর ব্রিজে দেখা দিয়েছে ভয়াবহ ফাটল। সড়ক ও জনপদ বিভাগের সতর্কতা অগ্রাহ্য করে এখনো চলাচল করছে ভারী যানবাহন। ব্রিজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এই বিপর্যয়, অভিযোগ স্থানীয়দের।

ব্রিজের বয়স প্রায় ৬০। বয়সী এই ব্রিজটি খুবই গুরম্নত্বপূর্ণ। প্রতিদিন প্রায় ৬০ হাজার যানবাহনের চলাচল করে। ব্রিজের ৪টি গার্ডারে ভয়াবহ ফাটল ধরেছে, বুধবার দুপুরে জানাজানি যায় বিষয়টি। পরপরই সড়ক ও জনপদ বিভাগ লাল পতাকা টাঙিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। ব্রিজটি ভেঙে পড়লে, পঞ্চগড়, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের ৯ জেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে।

নিষেধাজ্ঞা অমান্য করে, বড় ধরনের ঝুঁকি নিয়ে পাথর বোঝাই ট্রাক, কন্টেইনারবাহী যান ছাড়াও চলাচল করছে হাজার হাজার গাড়ি। ফলে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক চালক ব্রিজের ঝুঁকির কথা জানেনই না।

স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলন এবং ভারী যানবাহন চলাচলের কারণে জীর্ণ ব্রিজটি দেবে গেছে।

ব্রিজের ফাটলের কথা স্বীকার করে সড়ক ও জনপদের কর্মকর্তা জানালেন, দ্রম্নতই বেইলি ব্রিজ নির্মাণ করে বিকল্প পথে মহাসড়কটি চালু রাখা রাখা হবে।