মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সলিহ

মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সলিহ

শেয়ার করুন

1611বিশ্বসংবাদ ডেস্ক :

মালদ্বীপের সপ্তম প্রেসিডেন্ট হিসেবে শনিবার শপথ গ্রহণ করেছেন ইবরাহিম মোহামেদ সলিহ। তাঁর শপথ গ্রহণের মধ্য দিয়ে মালদ্বীপের আকাশে নতুন আশার বাতাস বইতে শুরু করেছে।

রাজধানী মালেতে অবস্থিত জাতীয় ফুটবল স্টেডিয়ামে আয়োজিত শপথ অনুষ্ঠানে সলিহকে গান স্যালুট দেওয়া হয়। ৩০০ বিদেশি অতিথিসহ প্রায় ১২ হাজার মানুষ এতে উপিস্থত ছিলেন। বিদেশি অতিথিদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ছিলেন।

একদিকে সলিহ যেমন পররাষ্ট্র নীতিতে ভারতকে অগ্রাধিকার দেওয়ার কথা খোলাখুলি বলেছেন, অন্যদিকে মালদ্বীপকে বিভিন্ন খাতে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। শপথ গ্রহণের পর সলিহ দুর্নীতি দমন ও বিগত সরকারের মানবাধিকার হরণের বিষয়ে বিচারের আশ্বাস দিয়েছেন। নির্বাচনের আগের পাঁচ বছর ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইয়ামিন দেশটিতে প্রায় সব বিরোধী মতের নেতাকে জেলে পুরেছিলেন। বিক্ষোভ নিষিদ্ধ করে দিয়েছিলেন। গ্রেফতার করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারকদের। সংসদও খারিজ করে রেখেছিলেন দীর্ঘ সময় ধরে। এমন পরিস্থিতির মধ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে আসেন ইবরাহিম মোহামেদ সলিহ।

প্রেসিডেন্ট ইয়েমিনের সময় যাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছিল, সলিহর বিজয়ের পর তাদের প্রায় সবাইকেই মুক্ত করে দেওয়া হয়েছে।