মার্কিন সুপ্রিম কোর্টের বিচারকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগকারী নারীর আত্মপ্রকাশ

মার্কিন সুপ্রিম কোর্টের বিচারকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগকারী নারীর আত্মপ্রকাশ

শেয়ার করুন

Captureবিশ্বসংবাদ ডেস্ক :

সুপ্রিম কোর্টের বিচারক পদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্রেট কেভেনোর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা নারী আত্মপ্রকাশ করেছেন। তার নাম ক্রিস্টিন ব্ল্যসি।

ওয়াশিংটন পোস্টের সংগে এক স্বাক্ষাতকারে বলেন তাদের কিশোর কালে তাকে বিছানায় টেনে নিয়ে তার পোশাক খোলার চেষ্টা করেছিলেন কেভেনো তবে গত সপ্তাহে এই অভিযোগ ওঠার পর তা অস্বীকার করেন কেভেনো। সিনেট জুডিয়াশিয়ারি কমিটির শীর্ষ কর্মকতারা দুজনের সংগেই কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন।

গত সপ্তাহে ৫৩ বছর বয়সী ক্যভেনোর সংগে কথা বলে সিনেট জুডিশিয়ারী কমিটি।সিনেটে সুপ্রিমকোর্টে ক্যভেনোর মনোনয়ন পূর্ণাংগ ভোটাভুটির জন্য পাঠানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহষ্পতিবার ভোটের আয়োজন করেছে সিনেট কমিটি।কিন্তু সিনেটে ডেমোক্রেটদের নেতা চাক শুমার বলেন এই মারাত্বক অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত মনোনয়ের ওপর ভোটাভুটি হবে একজন মার্কিন নারীকে অপমান।