মেহেরপুরে যুবলীগ নেতা রিপন হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন

মেহেরপুরে যুবলীগ নেতা রিপন হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন

শেয়ার করুন

আদালত রায়মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতা মিজানুর রহমান রিপন হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডিতদের মধ্যে রাশিদুল ইসলাম ও আব্দুল হালিম কারাগারে এবং লাল্টু মিয়া ও মাসুদ রানা পলাতক রয়েছে। ২০১১ সালের ১ এপ্রিল রাতে মেহেরপুর শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের বোমা হামলায় গুরুতর আহত হন সাবেক পৌর প্যানেল মেয়র রিপন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সেদিনের বোমা হামলায় দোকানের কর্মচারী নয়ন, মিলন ও ক্রেতা নুরুল ইসলামও আহত হন। এ ঘটনায় মিজানুর রহমানের পিতা বাদি হয়ে সে সময়ের পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু ও কয়েকজন আওয়ামী লীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০১২ সালে ৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। তবে চার্জশিট থেকে বাদ যায় পৌরমেয়র ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের নাম। বাদিপক্ষ নারাজি দিলে পরে সিআইডি মামলা তদন্ত করে একই চার্জশিট দেয়।