মার্কিন সমাজে কট্টর জাতীয়তাবাদের উত্থান হতে দেয়া যাবে না: ওবামা

মার্কিন সমাজে কট্টর জাতীয়তাবাদের উত্থান হতে দেয়া যাবে না: ওবামা

শেয়ার করুন

_92455248_036408239-1বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন সমাজে কট্টর জাতীয়তাবাদ যেনো আশ্রয় নিতে না পারে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তবে তিনি আশা করেন, বৈষম্যের বিপদ সম্পর্কে যুক্তরাষ্ট্র সজাগ থাকবে। গ্রিসের রাজধানী এথেন্সে দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপ্রাসের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা এসব কথা বলেন।

প্রথমে এড়িয়ে গেলেও পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া নিয়ে কথা বলেন ওবামা। তিনি বলেন, ট্রাম্পের বিজয় মার্কিন জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষার ফল। যা হয়েছে তা সফলভাবে এগিয়ে নিতে সবাইকে একাত্ম হয়ে কাজ করতে হবে।

জনগণের শঙ্কা পরিবর্তনে মার্কিন প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করেন ওবামা। এছাড়া প্রশাসনিক জটিলতার ধারণাগুলো সম্পর্কে তিনি ট্রাম্পকে অবহিত করেছেন বলেও জানান। গ্রিস সফর শেষে জার্মানি ও পেরুতে যাবেন ওবামা।