আরও এগারটি নতুন ভাষায় কার্যক্রম বাড়াচ্ছে বিবিসি

আরও এগারটি নতুন ভাষায় কার্যক্রম বাড়াচ্ছে বিবিসি

শেয়ার করুন

_92460525_cbce070b-01e5-4290-8b40-7271e03e8fb3বিশ্বসংবাদ ডেস্ক :

আরও এগারটি নতুন ভাষায় কার্যক্রম বাড়াচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। ১৯৪০ সালের পর এটিই বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সবচেয়ে বড় সম্প্রসারণ।

তহবিল বাড়ানোর পর এই নতুন ভাষা বিভাগগুলো চালুর ঘোষণা দেয়া হয়। বিবিসির নতুন ভাষা বিভাগের মধ্যে রয়েছে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে প্রচলিত কয়েকটি ভাষা- আফান ওরোমো, আমহারিক, ইগবো, তিগরিনিয়া এবং ইয়োরুবা। ভারতের গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি এবং তেলেগু। এছাড়াও চালু হচ্ছে কোরিয়ান এবং পিজিন ভাষা বিভাগ।

নতুন ভাষা বিভাগগুলোর মধ্যে প্রথম কয়েকটি ২০১৭ সালেই চালু হবে। বুধবারেই বিবিসি থাই ভাষায় পরিপূর্ণ ডিজিটাল সার্ভিস চালু করছে। রুশ ভাষায় সংবাদের পরিমাণ বাড়ানো হবে। আফ্রিকার জন্য নতুন ৩০ টি টেলিভিশন অনুষ্ঠান তৈরি করা হবে। নতুন ভাষাগুলো মিলিয়ে ইংরেজিসহ মোট ভাষা বিভাগের সংখ্যা এখন ৪০ টি।