মার্কিন অর্থনীতিতে ২ লাখ ৩৫ হাজার নতুন কর্মসংস্থান যুক্ত

মার্কিন অর্থনীতিতে ২ লাখ ৩৫ হাজার নতুন কর্মসংস্থান যুক্ত

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

অনেক সমালোচনার মধ্যেও সুসংবাদ দিয়েছে ট্রাম্প প্রশাসন। ফেডারেল সরকার জানিয়েছে, ফেব্রুয়ারিতে মার্কিন অর্থনীতিতে ২ লাখ ৩৫ হাজার নতুন কর্মসংস্থান যুক্ত হয়েছে।

কয়েকটি নির্মাণ ও ব্যবসায়ী প্রতিষ্ঠান, এই পরিমাণ কর্মীকে তাদের পে-রোলে অন্তর্ভুক্ত করেছে। নতুন কর্মসংস্থান সৃষ্টিকে সরকারের অনন্য সাফল্য দাবি করে, টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অথচ নির্বাচনী প্রচারণার সময়, তৎকালীন ওবামা সরকারের স্বল্প পরিমাণ কর্মসংস্থান সৃষ্টিকে মার্কিনিদের সঙ্গে জালিয়াতি বলে উপহাস করেছিলেন তিনি। অর্থনীতিবিদদের বরাত দিয়ে ট্রাম্প বলেছিলেন, বাস্তবে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৩২ শতাংশ বা তারও বেশি। যদিও পরে এই তথ্য ভুল প্রমাণিত হয়।

তবে শ্রম মন্ত্রণালয়ের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৪ দশমিক ৭ থেকে ৪ দশমিক ৮-এ নেমে এসেছে। ২০০৯ সালের পর যা অন্যতম সাফল্য। তখন আর্থিক মন্দার পাশাপাশি বেকারত্বের হার ১০ শতাংশে পৌঁছেছিল।