একটি ইপিজেড পাল্টে দিয়েছে নীলফামারীবাসীর ভাগ্য

একটি ইপিজেড পাল্টে দিয়েছে নীলফামারীবাসীর ভাগ্য

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক: 

কাজ নেই, আয়-উপার্জন নেই। এক সময় অভাব আর দুঃখ-কষ্টই ছিল নীলফামারীবাসীর নিত্য সঙ্গী। আজ একটি ইপিজেড পাল্টে দিয়েছে এ অঞ্চলের মানুষের জীবনমান। কিভাবে?

প্রতিষ্ঠার পর থেকেই সস্তা শ্রম আর অনুকুল কর্মপরিবেশের কারণে নীলফামারীর উত্তরা ইপিজেডে বিনিয়োগে আকৃষ্ট হচ্ছেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা । বর্তমানে চশমা, খেলনা, ব্যাগ, পরচুলা, কফিন ও সোয়েটারসহ ১১টি কারখানা উৎপাদনে আছে এই ইপিজেডে।

উৎপাদনকারী এসব কারখানায় কাজের সুযোগ পেয়েছে নীলফামারীসহ আশপাশের অঞ্চলের অন্তত ২৪ হাজার মানুষ। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত পাঁচটি দেশের রাষ্ট্রদূতদের নিয়ে অপার সম্ভাবনার উত্তরা ইপিজেড পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ চৌধুরী।

বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে আগত সবার মুখেই ছিলো উত্তরা ইপিজেডের প্রশংসা। দক্ষ শ্রমিক আর অনুকূল পরিবেশের কারণে এই ইপিজেড এগিয়ে যাচ্ছে বলে জানান উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক।

গ্যাস সংযোগ ও রেললাইন স্থাপন করা গেলে উত্তরা ইপিজেডে আরো নতুন নতুন বিনিয়োগের মধ্য দিয়ে আরো অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।