মানবতার বিরুদ্ধের অপরাধ : কসোভোর সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

মানবতার বিরুদ্ধের অপরাধ : কসোভোর সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

শেয়ার করুন

_83704104_gettyimages-157217991
বিশ্বসংবাদ ডেস্ক :

মানবতার বিরুদ্ধের অপরাধের অভিযোগে ফ্রান্সে গ্রেপ্তার হলেন কসোভোর সাবেক প্রধানমন্ত্রী রামোস হ্যারাডিনাজ। পূর্ব ফ্রান্সের একটি বিমানবন্দর থেকে বুধবার রামোসকে গ্রেপ্তার করা হয়েছে।

ফ্রান্সের পুলিশ জানিয়েছে, সার্বিয়ার একটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ১৯৯৮  থেকে ১৯৯৯ সাল পর্যন্ত কসোভোয় সংঘাতের সময় রামোস বিদ্রোহীদের নেতা ছিলেন।

এই সংঘাতের ধারাবাহিকতায়, পরবর্তী সময়ে কসোভো স্বাধীনতা ঘোষণা করে। জাতিসংঘে তিনি দু’বার যুদ্ধাপরাধের অভিযোগ মোকাবিলা করেন। কিন্তু দু’বারই তাকে দায় থেকে মুক্তি দেওয়া হয়। কসোভোর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই গ্রেপ্তার অগ্রহণযোগ্য। তারা তার মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন।

রামোস হ্যারাডিনাজ বর্তমানে কসোভোয় বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্বপালন করছেন। ১৯৯০ এর দশকে রামোস হ্যারাডিনাজ কসোভো লিবারেশন আর্মির কমান্ডার ছিলেন। সার্বিয়ার অভিযোগ, তিনি আদিবাসী সার্বদের বিরুদ্ধে নির্যাতন ও হত্যার উস্কানি দিয়েছিলেন।