মহাকাশ বর্জ্য অপসারণে বিশেষ যান উৎক্ষেপন

মহাকাশ বর্জ্য অপসারণে বিশেষ যান উৎক্ষেপন

শেয়ার করুন

_84676492_s8000040-space_debris_artwork-splবিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

পৃথিবীর কক্ষপথে থাকা বিপুল পরিমাণ মহাকাশ বর্জ্য অপসারণের জন্য স্টর্ক বা কুনোতরি নামের স্বয়ংক্রিয় একটি বিশেষ যান উৎক্ষেপণ করেছে জাপান।

শুক্রবার উত্তর প্রশান্ত মহাসাগরের তানেগ্যাশিমা মহাকাশ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপন করা হয়। পৃথিবীর কক্ষপথে দুরন্ত গতিতে ছুটতে থাকা মহাকাশ বর্জ্যের গতি কমিয়ে, কক্ষপথ থেকে সরাতে ওই যানে একটি যন্ত্র রয়েছে।

_92904307_mediaitem92904306কৃত্রিম সেই ইলেক্ট্রো-ডায়নামিক শেকল, কক্ষপথ থেকে মহাকাশ বর্জ্য সরিয়ে আনার পর তা, বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে ধ্বংস করবে। ধারণা করা হয়, পৃথিবীর কক্ষপথে পুরোনো কৃত্রিম উপগ্রহের পরিত্যক্ত যন্ত্রাংশ, রকেটের টুকরা এবং অন্যান্য সরঞ্জামসহ প্রায় ১০ কোটি টুকরো মহাকাশ বর্জ্য রয়েছে।

এসব বস্তুর অনেকগুলোই অত্যন্ত দ্রুত গতিতে পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণ করছে। এসব বর্জ্য ভয়াবহ দুর্ঘটনা ঘটাতে পারে। পাশাপাশি বিশ্বের টেলিযোগাযোগ নেটওয়ার্কেরও ক্ষতি করতে পারে।