মসুলে সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিল ইরাকি সেনা

মসুলে সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিল ইরাকি সেনা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

পশ্চিম মসুলে আইএস-বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে ইরাকি সেনাবাহিনী। সেখানকার বিমানবন্দরের পর পার্শ্ববর্তী একটি সামরিক ঘাঁটিরও দখল পেয়েছে সেনারা। এই মুহুর্তে সরকারি দপ্তরগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে জোরদার হমালা চালাচ্ছে তারা।

ইরাকি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, পশ্চিম মসুলে সরকারি ভবনগুলোর এক কিলোমিটারের মধ্যে পৌছে গেছে সেনারা। ওই এলাকায় সামরিক হাসপাতাল, আদালত ও পুলিশের আঞ্চলিক সদরদপ্তর রয়েছে।

মুখপাত্র আরো জানান, আইএস’র কাছ থেকে বিমানবন্দরের পার্শ্ববর্তী গাজলানি সামরিক ঘাঁটি থেকে আইএসকে পুরোপুরি হটিয়ে দিতে সক্ষম হয়েছে তারা। শুক্রবারের অভিযানে আইএস’র অন্তত ৫০ সদস্য নিহত হয়েছে বলেও জানান তিনি।

পশ্চিম মসুলে অভিযানে সাফল্য আসায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। গত মাসে মসুলের পূর্বাঞ্চল আইএস-মুক্ত করে ইরাকি সেনারা। আর গত সপ্তাহে পশ্চিমাঞ্চল দখলের জন্য অভিযানে নামে সেনাবাহিনী। পুলিশ ও স্বেচ্ছাসেবী যোদ্ধারা, এই অভিযানে সেনাদের সহায়তা দিচ্ছে।