মধ্যপ্রাচ্যে রমজান শুরু

মধ্যপ্রাচ্যে রমজান শুরু

শেয়ার করুন

Aqsa-masjid-night-timeবিশ্বসংবাদ ডেস্ক :

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ বৃহস্পতিবার পবিত্র রমজান শুরু হয়েছে।  মঙ্গলবার দেশটির কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবের সুপ্রিম কোর্ট এ সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলার সদস্য শেখ আব্দুল্লাহ বিন সুলাইমান আল-মানিয়া জানান, বুধবার সৌদির আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হলো। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও রমজান মাসের চাঁদ দেখা গেছে।

কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক, সিরিয়া, ইয়েমেন, জর্ডান, ফিলিস্তিন, তুরস্ক, মিশর, লিবিয়ার মুসলমানরা বুধবার মধ্যরাতে সেহরি খেয়েছেন। এছাড়াও জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ইউরোপের দেশ ফ্রান্স ও বেলজিয়ামে একই দিন থেকে রমজান শুরু হয়েছে।

সারা বিশ্বের ১৬০ কোটি মুসলমানের নিকট রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এসেছে পবিত্র রমজান মাস।