ভেনেজুয়েলার পার্লামেন্টে সরকার সমর্থকদের হামলা, ৪ এমপি আহত

ভেনেজুয়েলার পার্লামেন্টে সরকার সমর্থকদের হামলা, ৪ এমপি আহত

শেয়ার করুন

555
বিশ্বসংবাদ ডেস্ক :

ভেনেজুয়েলায় বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্ট ভবনে সরকার সমর্থকদের হামলায় চার এম পি আহত হয়েছেন। ভেনেজুয়েলার স্বাধীনতা দিবস উপলক্ষে পার্লামেন্টে যখন বিশেষ অধিবেশন চলছিল তখনই এ হামলা হয়।

বিবিসি জানায়, ভেনেজুয়েলার পার্লামেন্ট ভবনে লাঠি ও রড নিয়ে প্রবেশ করে সরকার সমর্থকরা। শুরু হয় সরকার দল ও বিরোধী দলের মধ্যে সংঘর্ষ। আহতদের রক্তে ভবনের মেঝে ও দেয়াল লাল হয়ে যায়। ওই হামলায় বেশ কয়েকজন সাংবাদিক এবং দুইজন পার্লামেন্ট কর্মীও আহত হয়েছেন। হামলাকারীদের একজনের হাতে বন্দুক ছিল।

মিলিটারি পুলিশের সামনেই এ হামলা হলেও তারা নির্বিকার ছিলো বলে অভিযোগ উঠেছে। তবে এ হামলার ব্যাপারে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার।