ভেনিজুয়েলায় নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ

ভেনিজুয়েলায় নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ

শেয়ার করুন

_97175792_e66b58a7-895e-4180-99ec-e10cc1bc4b5b

বিশ্বসংবাদ ডেস্ক :

ভেনিজুয়েলায় সাংবিধানিক পরিষদ গঠনে রোববার অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করেছে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ।

ভোট প্রক্রিয়ায় সংযুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, সরকারি তথ্যের থেকে অন্তত ১০ লাখ ভোট কম পড়েছে। কিন্তু একে দায়িত্বজ্ঞানহীন অভিযোগ হিসেবে আখ্যায়িত করেছেন নির্বাচন কাউন্সিলের প্রধান।

এদিকে, নব নির্বাচিত সাংবিধানিক পরিষদ শুক্রবার থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এই পরিষদ গঠন করে মাদুরো ক্ষমতা আঁকড়ে থাকতে চান বলে অভিযোগ করে আসছেন বিরোধীরা।

এই নির্বাচন প্রত্যাখ্যান করে বিরোধীরা একটি অনানুষ্ঠানিক গণভোটের আয়োজন করে। তাদের ভাষ্য অনুযায়ি দেশটির প্রায় ৭০ লাখ ভোটার ওই সাংবিধানিক পরিষদের বিপক্ষে তাদের রায় দিয়েছেন।