ভারতে প্রধান বিচারপতিকে কারাদণ্ড দেয়া বিচারকের ৬ মাসের জেল

ভারতে প্রধান বিচারপতিকে কারাদণ্ড দেয়া বিচারকের ৬ মাসের জেল

শেয়ার করুন

india-justice_df28fbce-3479-11e7-9993-2f2d999294f7বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের প্রধান বিচারপতিসহ আরও ৭ বিচারককে কারাদণ্ড দেয়া কলকাতা হাইকোর্টের বিচারক চিন্নাস্বামী নাথন কারনানকে ছয় মাসের জেল দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

আদালত অবমাননার অভিযোগে দোষী করে তাকে গ্রেফতারের জন্য কলকাতার পুলিশকে নির্দেশ দিয়েছে। দেশটির সুপ্রিম কোর্টের এই রায় কোনো বিচারপতিকে দেয়া প্রথম সাজা বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো।

ভারতের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন সাত বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চের ওই রায়ে বলা হয়, বিচারপতি কারনানকে কারাগারে না পাঠালে সুপ্রিম কোর্টের ওপর একজন বিচারপতির অবমাননা এড়িয়ে যাওয়া হবে। ওই রায়ে আরও বলা হয়, আদালত অবমাননার শাস্তি ব্যক্তি নিরপেক্ষ, তা একজন বিচারপতি এবং সাধারণ মানুষের ক্ষেত্রে একইভাবে কার্যকর।

এর আগে ভারতের প্রধান বিচারপতি জে এস খেহরসহ আট বিচারপতিকে সোমবার পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেন বিচারপতি সি এস কারনান।