ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের সংলাপ বাতিল করলো যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের সংলাপ বাতিল করলো যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

5646বিশ্বসংবাদ ডেস্ক :

কোন কারণ ছাড়াই ভারতের সঙ্গে আগামী জুলাই মাসে নির্ধারিত উচ্চ পর্যায়ের সংলাপ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

হিন্দুস্তান টাইমস জানায়, আগামী ৬ জুলাই ওয়াশিংটন ডিসিতে উভয় দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী সংলাপ বসার কথা ছিলো। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে বুধবার সংলাপ বাতিলের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমরা এক টুইট বার্তায় জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ফোন করে সংলাপ বাতিল করায় দুঃখপ্রকাশ করেন।

সংলাপ বাতিল এমন সময় করা হলো যখন জাতিসংঘে মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি ভারত সফরে নয়াদিল্লির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ব্যস্ত আছেন। এক সপ্তাহ আগে সংলাপটির তারিখ ঘোষণা করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ও ইরানের কাছ থেকে তেল কেনা নিয়ে মার্কিন-ভারত সম্পর্ক জটিলতার মধ্যে রয়েছে।