লেখক শাহজাহান হত্যার প্রধান পরিকল্পনাকারী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

লেখক শাহজাহান হত্যার প্রধান পরিকল্পনাকারী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

শেয়ার করুন

বন্দুকযুদ্ধ gunfight-atn-times

মুন্সিগঞ্জ প্রতিনিধি :

লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার প্রধান পরিকল্পনাকারী জেএমবি সদস্য আব্দুর রহমান গ্রেপ্তারের দুই দিন পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ জুন গাজীপুর থেকে আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। রাতে তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। গোলাগুলিতে জেএমবি সদস্য আব্দুর রহমান গুলিবিদ্ধ হন।

হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ৩ পুলিশ সদস্যকেও চিকিৎসা দেয়া হয়। ঘটনাস্থল থেকে হ্যান্ড গ্রনেড, অস্ত্র, গুলি ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

গত ১১ জুন সিরাজদিখানের পূর্ব কাকালদি গ্রামে ৪ জন অজ্ঞাতনামা যুবক বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে একটি দোকানে বসা বাচ্চুকে বের করে বুকে গুলি করে হত্যা করে।