ব্রিটিশ পার্লামেন্টে হামলাকারীর পরিচয় প্রকাশ

ব্রিটিশ পার্লামেন্টে হামলাকারীর পরিচয় প্রকাশ

শেয়ার করুন

_95291818_mediaitem95289791
বিশ্বসংবাদ ডেস্ক

ব্রিটিশ পার্লামেন্টে হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির নাম প্রকাশ করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়: সন্দেহভাজন ৫২ বছরের ওই ব্যক্তির নাম খালিদ মাসুদ।

বুধবার হামলা চালানোর সময়েই পুলিশের গুলিতে নিহত হন তিনি। মাসুদের জন্ম কেন্ট কাউন্টিতে । বসবাস করতেন ওয়েস্ট মিডল্যান্ডসে। অপরাধী হিসেবে পুলিশের খাতায় নাম ছিল মাসুদের।  প্রথমবার ১৯৮৩ সালে ফৌজদারি অপরাধের দায়ে মাসুদের সাজা হয়। সর্বশেষ ২০০৩ সালের ডিসেম্বরে ছুরি রাখার দায়ে সাজা হয় তার।

এদিকে গাড়ি ভাড়া দেওয়ার প্রতিষ্ঠান ‘এন্টারপ্রাইজ’ জানায়, যে গাড়ি ব্যবহার করে হামলা চালানো হয়েছে, সেটি তাদের বার্মিংহামের স্প্রিং হিল ডিপো থেকে ভাড়া নেওয়া হয়।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এক বিবৃতিতে জানান, হামলাকারী সম্পর্কে আগে থেকেই জানত ব্রিটিশ পুলিশ ও গোয়েন্দারা। কয়েক বছর আগে সহিংস সন্ত্রাসবাদের কারণে তার বিরুদ্ধে তদন্ত হয়েছিল। কিন্তু তিনি ঠিক বড়মাপের সন্ত্রাসবাদী ছিলেন না।