ব্রাজিলে চারজনের ৭৮ বছর কারাদণ্ড

ব্রাজিলে চারজনের ৭৮ বছর কারাদণ্ড

শেয়ার করুন

Brazil
আন্তর্জাতিক ডেস্ক।।

প্রায় ১০ বছর আগে ব্রাজিলের কিস নৈশ ক্লাবে আগুনে পুড়ে ২৪২ জন নিহত হওয়ার ঘটনায় চারজনকে মোট ৭৮ বছরের কারাদণ্ডা দেওয়া হয়েছে।

ব্রাজিলের নিও গ্রান্ডে দ্য সাল রাজ্যের রাজধানী পোর্তো আলেগ্রেতে বিচারক অরল্যান্ডো ফ্রাসিনি এ রায় ঘোষণা করেন।

এর মধ্যে নৈশ ক্লাবের দুই মালিক এলিসান্দ্রো কালেগারো স্পোরের (৩৮) সাড়ে ২২ ও মারো লন্দ্রেরো হফম্যানের (৫৬) সাড়ে ১৯ বছর কারাদণ্ড হয়েছে। এছাড়া লুসিয়ানো বনিলহা লিয়াও (৪৪) ও মার্সেলা দ্য জেসাস ডস সান্তোসের (৪১) দেয়া হয় ১৮ বছর করে।

তদন্তের পর পুলিশ জানায়, গানের দলের জ্বালিয়ে রাখা আগুন থেকেই ক্লাবে আগুন ছড়িয়ে পড়ে। তাঁদের মধ্যে অনেকে পুড়ে মারা যান। আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় দম বন্ধ হয়েও মৃত্যু হয় অনেক মানুষের। কারণ নৈশ ক্লাবে অগ্নিনির্বাপণব্যবস্থা ছিল না। ক্লাবে থেকে বেরোনোর জন্য মাত্র দুটি দরজা ছিল। জরুরি নির্গমনব্যবস্থাও ভালো ছিল না।

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের সান্তা মারিয়া শহরের ওই নৈশ ক্লাবে ২০১৩ সালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিন গানের একটি দল সংগীত পরিবেশনার সময় সেখানে আগুন জ্বালিয়েছিল। পরে সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।